Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : ঝিঙের লাভজনক ফসল উৎপাদন
বিস্তারিত :ঝিঙের ফুল বের হয় কিন্তু ঠিক মতো ফল হয় না কিছু ফল বের হওয়ার তিন বা চার দিন পর নষ্ট হয়ে যায় এইসবের জন্য করণীয় কি? দয়া করে বলবেন কি?

উত্তর/মতামত

ফলের মাছি পোকার আক্রমনে এ রকম হয়েছে। সেক্স ফেরোমন ফাদ ব্যবহার করুন:
সেক্স ফেরোমনের গন্ধে আকৃষ্ট হয়ে পুরুষ মাছি পোকা প্লাস্টিক পাত্রের অভ্যন্তরে প্রবেশ করে ও সাবান পানিতে আটকে পরে মারা যায়। জমিতে ক্রমনুসারে ১২ মিটার (৩৬ feet) দূরে দূরে স্থাপন করতে হবে।

ড. একেএম কামরুজ্জামান
প্র্ধান বৈজ্ঞানিক কর্মকর্তা(সবজি)
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর