Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : সবজি রোগবালাই সমস্যা সমাধান।
বিস্তারিত :আমি ৩ শতাংশ জমিতে ঝিংগা চাষ করেছি । ঝিংগা গুলো একবারে ছোট থাকতে হলুদ হয়ে যায় ।এখন থেকে কি করতে হবে?

উত্তর/মতামত

খুব সম্ভব মাছি পোকা আক্রমণ করেছে। তাই মাছি পোকা দমনের জন্য সেক্স ফেরোমন ফাঁদ বেশ কার্যকর। তাই জমিতে ক্রমনুসারে ১০ মিটার (৩০ ফুট) দূরে দূরে ফাঁদ স্থাপন করুন।
সেক্স ফেরোমনের গন্ধে আকৃষ্ট হয়ে পুরম্নষ মাছি পোকা প্লাস্টিক পাত্রের অভ্যমত্মরে প্রবেশ করে ও সাবান পানিতে আটকে পরে মারা যায়।

ড. একেএম কামরুজ্জামান
প্র্ধান বৈজ্ঞানিক কর্মকর্তা(সবজি)
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর