Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : পরিচর্যা
বিস্তারিত :স্যার বেগুনের চারা 10-15 দিন হয়েছে লাগিছি । জমিতে প্রচুর ঘাস হয়ে গেছে ।বৃষ্টির কারণে ঘাস নিড়ানো যাচ্ছে না। তো আমি মনে করছি ঘাস পোড়া ওষুধ দেব। বেগুন গাছে যাতে না লাগে সেজন্য আমি পলিথিন কাগজ নিয়েছে বেগুনের চারা ঢেকে দেব তারপরে ঘাস মারা ওষুধ দেব কি কোন সমস্যা হবে একটু জানাবেন ।।

উত্তর/মতামত

আগের অভিজ্ঞতা না থাকলে ঘাস মারার কেমিকেল বাবহার না করা ভাল। সে ক্ষেত্রে মালচ পেপার বাবহার করতে পারেন।

ড. একেএম কামরুজ্জামান
প্র্ধান বৈজ্ঞানিক কর্মকর্তা(সবজি)
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর