Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : বিটি বেগুন ৪,, গাছে ফল আসে না
বিস্তারিত :স্যার, আমার বাড়ি গোপালগঞ্জ। গাজিপুর কৃষি গবেষণা ইন্সটিটিউট থেকে বিটি বেগুন এর বীজ এনে প্রয়োজনীয় সব সার ব্যবহার করে রোপণ করি। গাছের বয়স ৩ মাস। কিন্তু গাছে পর্যাপ্ত ফুল আসে না, যা আসে লাল পিপড়ায় কেটে দেয়। আবার কিছু ফুল ঝরে পড়ে। এখন গাছে ফল ধরাতে আমার কি করণীয়।

উত্তর/মতামত

কৃষি গবেষণা ইন্সটিটিউট এর বিটি বেগুন এর জাত গুলো শীতকালীন। কিন্তু আপনি গ্রীষ্মকালে চাষ করছেন। সেজন্য ফুল ফোল হচ্ছে না। আগামীতে শীতকালে চাষ করবেন।

ড. একেএম কামরুজ্জামান
প্র্ধান বৈজ্ঞানিক কর্মকর্তা(সবজি)
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর