Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : পেঁপে সম্পকিত
বিস্তারিত :কোন জাতের পেঁপে চাষ লাভজনক।সেই জাত কোখায় পাব। কিভাবে চারা তৈরি করব।কিভাবে পরিচর্যা করব।রোগ বালাই কিভাবে রোধ করব

উত্তর/মতামত

বিএআরআই এর উদ্ভাবিত একমাত্র পেঁপের উচ্চ ফলনশীল জাত হল শাহী পেঁপে। গাছ প্রতি ফলের সংখ্যা ৪০-৬০টি, হেক্টর প্রতি ফলন ৪০-৬০ টন। ফল বিভাগ, বিএআরআই, গাজীপুর থেকে চারা পেতে পারেন।
চাষাবাদ সম্পর্কিত তথ্যাদি জানতে ভিজিট করুন: www.bari.gov.bd>কৃষি প্রযুক্তি হাত বই>২য় খন্ড> ফল- ফসল>পেঁপে।

ড. বাবুল চন্দ্র সরকার
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা(ফল)
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর