Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : ছাদকৃষিতে মাটির মিশ্রণ
বিস্তারিত :স্যার আমি আমার বাসার ছাদের চারদিকে স্থায়ী বেড নির্মাণ করেছি,যার সম্মেলিত পরিমামপ ১৮০ ফুট দৈর্ঘ্য , ১.৫ ফুট প্রস্থ,২ ফুট গভীর মোট ৫৪০ ফুট। স্যার আমি জানতে চাচ্ছিলাম এই জন্য আমার কি পরিমান ভার্মি কম্পোস্ট,গোবর সার,কোকো ডাষ্ট, মাটি লাগবে

উত্তর/মতামত

১ বর্গফুট এ ৫ কেজি মাটি, ৪ কেজি গোবর/ ভার্মি কম্পোস্ট, ১ কেজি কোকো ডাষ্ট এর প্রয়োজন হয়। এখন হিসাব করে বের করে নিন।

ড. একেএম কামরুজ্জামান
প্র্ধান বৈজ্ঞানিক কর্মকর্তা(সবজি)
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর