Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : ছাদে বিভিন্ন ফলের চারা রোপণের জন্যে উৎকৃষ্ট মানের মাটি তৈরি।
বিস্তারিত :আসসালামু আলাইকুম আমি নতুন ছাদ বাগানি। চার মাস হচ্ছে ছাদে সবজি করছি। ছাদে এখন কিছু ফলের চারা রোপণের ইচ্ছা পোষণ করছি। এমতাবস্থায়, আম, আমড়া, চেরী, বেদেনা সহ কিছু ফলের চারা রোপণের জন্যে উপযুক্ত মানের মাটি প্রস্তুত করার প্রক্রিয়া এবং ড্রাম সাইজ সহ বিস্তারিত জানতে চাচ্ছি।

উত্তর/মতামত

১ বর্গফুট এ: ৫ কেজি মাটি, ৪ কেজি গোবর/ ভার্মি কম্পোস্ট, ১ কেজি কোকো ডাষ্ট এর প্রয়োজন হয়।
একটি হাফ ড্রাম এ প্রায় ৫ বর্গফুট জায়াগা নেয়। সেই অনুসারে যোগার করুন।

ড. একেএম কামরুজ্জামান
প্র্ধান বৈজ্ঞানিক কর্মকর্তা(সবজি)
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর