Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : পটলের গাছের ভাইরাসজনিত মোজাইক রোগ হয়েছে।পটলের গ্যামোসিস রোগ
বিস্তারিত :পটলের গ্যামোসিস রোগ & আমার পটলের গাছে ভাইরাস জনিত মোজাইক রোগ হয়েছে। পটল গাছের কাণ্ড ও পটলের গায়ে সাদা সাদা মাইসেলিয়াম দেখা যায়। এটা পটলের ছত্রাকজনিত রোগ। এ রোগে গাছের গোড়া, শিকড় ও পটলে পানি ভেজা নরম পচা রোগ দেখা যায়। পরবর্তীতে পটল গাছসহ পটল নষ্ট হয়ে যায়। প্রতিকার কি তা জানান আর কি 20 use korte hobe ?

উত্তর/মতামত

স্প্রে করুন Nowien/ Autostin @ 1ml/liter
গামোসিস/ ষ্টেম বস্নাইট: প্রতি লিটার পানিতে ২ গ্রাম কুপ্রাভিট মিশিয়ে ১০ দিন অন্তর গাছের গোড়ায় স্প্রে করতে হবে। গাছ বাড়ত্ম অবস্থায় মাটি থেকে ১ ফুট পর্যত্ম কান্ড বোর্দো পেষ্ট (চুন : তুতে : পানি = ১ : ১ : ১০) দ্বারা প্রলেপ দিতে হবে।

ড. একেএম কামরুজ্জামান
প্র্ধান বৈজ্ঞানিক কর্মকর্তা(সবজি)
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর