Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : গাছের চারা প্রাপ্তি
বিস্তারিত :ফলবাগানে আগ্রহ থেকে ফলের চারা সংগ্রহে বেগ পেতে হচ্ছে। বারি উদ্ভাবিত বিভিন্ন ফলের চারা যেমন বারি আম-4, বারি আম-8, বারি আম-11, বারি মাল্টা-1, বারি কমলা-4, বারি নাশপাতি-1, বারি কুল ইত্যাদি ফলের চারা গুলো হর্টিকালচার সেন্টার সমুহে পাওয়া যাচ্ছে না। বেসরকারি নার্সারি সমুহে গাছের দাম চড়ার পাশাপাশি জাত নিয়ে সন্দেহ থেকে যায়। আমি উপরোক্ত ফলের চারা গুলো কৃষি গবেষণা ইনস্টিটিউট, পাহাড়তলী, চট্টগ্রাম থেকে অথবা চট্টগ্রাম ও ফেনীতে পেতে চাই। এ ছাড়া, বারিকে সামাজিক সাইটসমুহে যেমন Facebook, Youtube ইত্যাদিতে পেতে চাই।

উত্তর/মতামত

বিএআরআই এর কাজ হলো জাত উদ্ভাবন করা। বিএডিসি, ডিএই এদের কাজ চারা-কলম সম্প্রসারণ করা। তাই বানিজ্যিক প্রয়োজন মেটানোর মত চারা-কলম আমরা দিতে পারবোনা। তবে, সল্প পরিমাণ চারা-কলম কিনতে যোগাযোগ করতে পারেনঃ মো. গোলাম আজম বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষি গবেষণা কেন্দ্র, পাহাড়তলী, চট্টগ্রাম। ০১৮৭৭৭২৯৯৪০