Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : ক্যাপসিকাম এর চারা
বিস্তারিত :ক্যাপসিকামের চারা কোথায় পাওয়া যায়।কোন মৌসুম চারা রোপনের জন্য সঠিক সময়।

উত্তর/মতামত

ক্যাপসিকামের বীজ পাওয়া যায়-বি এ আর আই, গাজীপুর এ। চারা রোপনের জন্য সঠিক সময় হল-নভেম্বর। বীজ বপন করতে হয়- অক্টোবর এ

ড. একেএম কামরুজ্জামান
প্র্ধান বৈজ্ঞানিক কর্মকর্তা(সবজি)
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর