Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : কাশ্মীরী আপেল কুল গাছের পাতা হলুদ হওয়া
বিস্তারিত :আস-সালামু আলাইকুম । আমি আতাউর রহমান ।আমার ঠিকানা ফরিদপুর জেলার বোআলমারী থানার চতুল ইউনিয়ন এর চরশুকদেব নগর গ্রামে। আমি ৮০ শতাংশ জমিতে এবার প্রথম কাশ্মীরী আপেল কুলের একটি বানিজ্যিক বাগান করেছি। আমার বাগানের গাছ এখন ৫-৭ ফিট উচু। তবে এখন থেকে প্রায় ২৫-২৬ দিন আগে একটি গাছের পাতার শিরা থেকে (ছবিতে দেওয়া) হলুদ রং ধারন করতে থাকে। এখন পর্যন্ত প্রায় ১০০ এর মতো গাছ এরকম হইছে এবং ক্রমশ বেড়ে চলেছে। এজন্য দুই দিন আগে (ম্যানসার এবং ভার্টিমেট) দিয়ে এস্পেরে দিয়েছি এবং ১৫ দিন আগে একবার দিয়েছিলাম। এতে কোন পরিবর্তন হচ্ছে না। সমস্যা বেড়েই চলছে। এজন্য আপনাদের পরামর্শ প্রার্থনা করছি।

উত্তর/মতামত

কাশ্মীরি আপেল কুল বিএআরআই উদ্ভাবিত কোন জাত নয়। এই কুল নিয়ে বিএআরআই কোন গবেষণা না করায় এর সমস্যার সমাধান দেওয়া সমীচীন নয়। তবে, বিএআরআই উদ্ভাবিত কুলের জাতসমূহের চাষ পদ্ধতি ও সমস্যার সমাধান জানতে ভিজিট করতে পারেনঃ www.bari.gov.bd> E-book > কৃষি প্রযুক্তি হাত বই > ২য় খন্ড > ফল- ফসল > কুল