Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : পোল্ট্রি
বিস্তারিত :আসসালামু আলাইকুম । আমি আব্দুল কাদির। বাসা- কুমিল্লা জেলায়। আমার ১ টি খামার রয়েছে। আয়তন- ৩০০০ বর্গফু। আজ অবধি আমি ব্রয়লার মুরগী পালন করে আসছি। যেহেতু এখন রেডি মুরগির বাজার কম তাই আমি Color ( Dominan) মুরগী উঠানোর পরিকল্পনা করছি। সুনেছি এধরনের মুরগী প্রচুর ঘাস খায়। আমার প্রশ্ন হচ্ছে, কোন জাতের ঘাস খাওয়ালে মুরগির জন্য ভালো হবে? অল্প টাকার মদ্ধে ঘাস কাটার মেশিন কোথায় পাব? Feed এর পাশাপাশি কি পরিমানে ঘাস খাওয়াতে পারব? এবং ঘাস খাওয়ালে মুরগির কোনো সমস্যা হবেনাতো? অনুগ্রহ করে প্রশ্নগুলোর উত্তর দিয়ে সহযোগিতা করুন।

উত্তর/মতামত

মুরগী পালন সংক্রান্ত সকল তথ্যের জন্য বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট, সাভার, ঢাকা-এ যোগাযোগ করুন অথবা www.blri.gov.bd এই ঠিকানায় ভিজিট করুন।

এএসআইসিটি বিভাগ
বিএআরআই, গাজীপুর