Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : পেঁপেগাছ
বিস্তারিত :আমি মল্লিক সীড এর পেঁপেবীজ রোপন করি কিন্ত রোপন এর ৪৫ দিন এর মাথায় ও গাছ বৃদ্ধি হচ্ছে না

উত্তর/মতামত

মল্লিক সীড এর বীজের ভালো মন্দের নিশ্চয়তা বিএআরআই দিতে পারবেনা। তবে, সঠিকভাবে বীজ তলা প্রস্তুত করে, সেপ্টেম্বর -অক্টোবর এবং ডিসেম্বর- জানুয়ারী মাসে পেঁপে বীজ বপন করলে ৪০-৫০ দিন পর চারা রোপণের উপযোগী হয়।। পেঁপের চাষ পদ্ধতি বিস্তারিত জানতে ভিজিট করুনঃ www.bari.gov.bd> ই-বুক > কৃষি প্রযুক্তি হাত বই > ২য় খণ্ড > ফল-ফসল> পেঁপে

ড. বাবুল চন্দ্র সরকার
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা(ফল)
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর