Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : গাছের ফলন কিভাবে ঠিক হবে ও বৃদ্ধি পাবে?
বিস্তারিত :পুকুর ধারে ডাব গাছে কয়েক মাস ধরেই ডাব হচ্ছে কিন্তু বড় হওয়ার পূর্বেই নষ্ট হয়ে যাচ্ছে বা পেকে যাচ্ছে .... এমতাবস্থায় কি করনীয়?

উত্তর/মতামত

আপনারনা নারিকেল গাছের বয়স কত তা জানাননি। বয়স অনুযায়ী গাছে সঠিক সময়ে সঠিক মাত্রার সার, পানি প্রয়োগ করতে হবে। আপনার নারিকেল গাছে লাল মাকড় এর আক্রমণ হয়েছে বলে মনে হচ্ছে। এর সমাধান সহ বিস্তারিত জানতে ভিজিট করুনঃ www.bari.gov.bd > ই-বুক > কৃষি প্রযুক্তি হাত বই > ২য় খন্ড > ফল-ফসল> নারিকেল

ড. বাবুল চন্দ্র সরকার
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা(ফল)
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর