Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : গ্রীষ্মকালীন টমেটো চাষ এর ব্যাপারে জানতে চাই।
বিস্তারিত :বর্ষা কালে পানি উঠেনা এমন জায়গায় পলিথিনের মজবুত সেড হাউজ তৈরি করে ( উপরে পলিথিন চার দিক ফিসারির নেট দিয়ে ঘেরা, যাতে পোকা না ঢুকতে পারে) টমেটো চাষ কতটা লাভজনক? বারি ৪ ও ৮ টমেটো এই রকম পরিবেশে গ্রাফটিং ছাড়া কি চাষ করা যাবে? চাষ করা গেলে ফলন প্রতি গাছে কেমন হবে? এই রকম পরিবেশে গ্রাফটিং চারা না কি বীজের চারায় চাষ করা লাভজনক? অধিক লাভের জন্য একই সেড হাউজে কি বছরে ২/৩ বার চাষ করা সম্ভব? অনুগ্রহ করে বিস্তারিত জানালে বিশেষভাবে উপকৃত হবো ।

উত্তর/মতামত

আপনার বর্ণিত শেড হাউজ এ গ্রীষ্ম কালীন টমেটো বারি হাইব্রিড -৪, ৮ , ১০, ১১ চাষ করা যাবে। অবশ্যই লাভ জনক হবে। শতাংশ প্রতি ২৫০-৩০০ কেজি ফলন পাওয়া যাবে। ইউ ভি প্রতিরোধী পল্শীিট হলে ৪-৫ বসর টিকবে। কিন্তু বাজার এর নরমাল পলি এক মৌসুম টিকবে।

ড. একেএম কামরুজ্জামান
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা(সবজি)
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর