Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : পেঁপে
বিস্তারিত :পাতা কোকরানো ও ফল কোকরানো/ সুন্দর/ বড় নয়

উত্তর/মতামত

পাতা কোঁকড়ানো ভাইরাসের আক্রমণে পেঁপে পাতা কুকড়িয়ে, মুচড়িয়ে যায়।জাব পোকার মাধ্যমে এ রোগ ছড়ায়। এক্ষেত্রে আক্রান্ত গাছ তুলে পুড়িয়ে ফেলতে হবে। পোকা দমনের মাধ্যমে এ রোগের বিস্তার রোধ করা যায়। এছাড়াও, বোরনের অভাবে পাতা কোঁকড়ানো এবং ফল এবড়ো-থেবড়ো হয়ে যায়। তাই চারা রোপণের গর্ত করার সময় গর্ত প্রতি ২০ গ্রাম বরিক এসিড অথবা বোরাক্স সার প্রয়োগ করতে হবে। গর্তে বোরন প্রয়োগ করার পরেও লক্ষ্মণ দেখা গেলে প্রতি লিটার পানিতে ২গ্রাম হারে বরিক এসিড অথবা ৫গ্রাম হারে বোরাক্স মিশিয়ে ১০-১৫ দিন অন্তর ২-৩ বার ভালোভাবে পাতা ভিজিয়ে স্প্রে করতে হবে।