Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : বা‌রি পেঁয়াজ-৫ উৎপাদন প্রযু‌ক্তি‌তে অসঙ্গ‌তি
বিস্তারিত :BARI website এ ফস‌লের জাত বিষয়ক তথ্য অনুসন্ধান কর‌তে গি‌য়ে বা‌রি পেঁয়াজ-৫ সম্প‌র্কে কিছু প্রযু‌ক্তিগত অসঙ্গ‌তি পরিল‌ক্ষিত হ‌য়ে‌ছে। জাত‌টির বৈ‌শি‌ষ্ট্যে লেখা আ‌ছে গ্রীষ্মকালীন জাত। কিন্তু বপন/‌রোপন ও কর্ত‌নের সময় দেয়া আ‌ছে শীতকালীন জা‌তের। আবার ফলন দেয়া আ‌ছে খ‌রিপ-১ এবং খ‌রিপ-২ এর। মান‌ছি বা‌রি পেঁয়াজ-৫ গ্রীষ্মকালীন জাত হিসা‌বে অনু‌মোদন দেয়া হ‌লেও শীতকা‌লেও চাষ করা যায়। কিন্তু গ্রীষ্মকা‌লে চাষ কর‌তে হ‌লে (খ‌রিপ-১ বা খ‌রিপ-২ মৌসু‌মে) কখন বপন/রোপণ কর‌তে হ‌বে এবং কখন কর্তন করা যা‌বে তা উ‌ল্লেখ থাকা এবং গ্রীষ্মকালীন ব্যবস্থাপনা উ‌ল্লেখ থাকা জরুরী ছিল। হয়‌তো copy-paste কল্যা‌ণে এ‌টি ঘ‌টে‌ছে, ত‌বে technical information upload করার আ‌গে একটু চোখ বু‌লি‌য়ে নেয়া সমীচীন ছিল।

উত্তর/মতামত

আপনার মতামতের জন্য ধন্যবাদ। পরবর্তীতে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সাময়িক ত্রুটির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।