Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : শিম চাষে পরামর্শ
বিস্তারিত :ফসলের বর্ণনাঃ- ফসলের নামঃ শিম, বৈশিষ্ট্যঃ আগাম, জাতের নামঃ অটো( খোলা বীজ), বীজ সংগ্রহঃ মুলাডলি, বড়াইগ্রাম, নাটোর, শিমের রংঃ সবুজ, জমির পরিমাণঃ ১০ শতাংশ, মাটির ধরণঃ দো-আঁশ, বীজ বোপনঃ ৪ঠা জৈষ্ঠ্য(১৮মার্চ,২০ইং), প্রথম ফুল দেখা যায় গাছের বয়স ৩৮ দিন হলে। গাছে ফুল প্রচুর, কিন্তু ফল নাই!! অভিজ্ঞ ভাইবোনদের থেকে মতামত আশা করছি!

উত্তর/মতামত

আপনার সীম গাছে ফল আসার জন্য পরিমান মত সার প্রয়োগ করুন।

ড. একেএম কামরুজ্জামান
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা(সবজি)
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর