Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : শিমের ফুল পঁচা রোগ
বিস্তারিত :আমার শিমের ফুল পচে যাচ্ছে। কদম ফুলের মত ধুসর রঙ্গের ছত্রাক দেখা যায়।রসালো পচন। যেখানে লাগে সেখানেও পচন ধরে। এর প্রতিকার চাই।

উত্তর/মতামত

অটোস্টিন বা নোইনঃ প্রতি লিটার পানিতে ২ গ্রাম মিশিয়ে স্প্রে করুন

ড. একেএম কামরুজ্জামান
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা(সবজি)
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর