কৃষি প্রযুক্তি ভাণ্ডার
প্রশ্ন/উত্তর/মতামত
প্রশ্ন
বিষয় : ধান
বিস্তারিত :ধান গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। কোনটা আবার কুঁচকে গেছে, পাতায় সাদা সাদা দাগ বসেছে। দু-একটা পোকামাকর দেখা যায়। স্প্রে করতেচাই, কি কি ওষুধ দেবো? প্লিজ একটু তাড়াতাড়ি জানালে খুব উপকৃত হতাম।
বিস্তারিত :ধান গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। কোনটা আবার কুঁচকে গেছে, পাতায় সাদা সাদা দাগ বসেছে। দু-একটা পোকামাকর দেখা যায়। স্প্রে করতেচাই, কি কি ওষুধ দেবো? প্লিজ একটু তাড়াতাড়ি জানালে খুব উপকৃত হতাম।
উত্তর/মতামত
ধান সংক্রান্ত সকল তথ্যের জন্য বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর-এ যোগাযোগ করুন অথবা www.brri.gov.bd এই ঠিকানায় ভিজিট করুন।