Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : তরমুজ চাষ প্রযুক্তি
বিস্তারিত :সার,মাটি,জাত বপন পদ্ধতি

উত্তর/মতামত

বিঘা প্রতি প্রয়োগ করুনঃ ভালো কম্পোস্ট সারঃ ৫০০ কেজি ইউরিয়াঃ ৪০ কেজি টিএসপিঃ ৩৫ কেজি এমওপিঃ ৩০ কেজি জিপসামঃ ১২ কেজি বোরিক এসিডঃ ১ কেজি দস্তা সারঃ ১ কেজি ম্যাগনেসিয়াম অক্সাইডঃ ১ কেজি • শেষ চাষের সময় সবটুকু গোবর বা কম্পোস্ট ও টিএসপি সার এবং ৭০ কেজি এমওপি সার জমিতে ভালভাবে মিশিয়ে দিতে হবে। • সম্পূর্ন ইউরিয়া ও বাকী এমওপি সার ৪টি সমান কিস্তিতে যথাক্রমে চারা লাগানো ১৫ দিন পর, ফুল ধরা আরম্ভ হলে, ফল ধরা আরম্ভ হলে, ফল আহরণের সময় সমভাবে প্রয়োগ করতে হবে। • জমিতে দসত্মা, ম্যাগনেসিয়াম, বোরনের অভাব থাকলে দসত্মা, ম্যাগনেসিয়াম অক্সাইড, বোরিক এসিড সার ১০ কেজি করে মাটির সঙ্গে দিতে হয়। হেক্টর প্রতি ২-৩ টি মৌমাছির বক্স স্থাপন করলে বা হাত দিয়ে কৃত্রিম পরাগায়ন করলে ফলন শতকরা যে কোন ভালো বীজ কোং এর বীজ ব্যবহার করুন।