Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : কৃষি সেবা
বিস্তারিত :জমিতে আতিরিক্ত লবনের পতিকার কি।

উত্তর/মতামত

১. জিপসাম সার প্রয়োগ করতে হবে। ২.জমিতে মালচ( কচুরিপানা, খড়, কাঠের গুড়া) প্রয়োগ করতে হবে। ৩.জমিতে জৈব সার প্রয়োগ করতে হবে। ৪.এমওপি সার প্রয়োগ করতে হবে। ৫.লবনাক্ত সহনশীল জাত ব্যবহার করতে হবে। ৬. পরিমাণমত পানিসেচের ব্যবস্থা করতে হবে।

ইবনে সালেহ মো: ফরহাদ
বৈজ্ঞানিক কর্মকর্তা
মৃত্তিকা বিজ্ঞান বিভাগ
বিএআরআই, গাজীপুর