Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : জমি প্রস্তুতের নিয়ম।
বিস্তারিত :জমি প্রস্তুতের সময় প্রতি শতকে কি পরিমাণ জৈব/রাসাইনিক সার প্রয়োগ করতে হয়?

উত্তর/মতামত

শতকে ২০ কেজি গোবর অথবা ৬ কেজি ভার্মিকম্পোস্ট সার জমি তৈরীর শেষ চাষের সময় প্রয়োগ করতে হবে। রাসায়নিক সার প্রয়োগের ক্ষেত্রে মৃত্তিকা নমুনা পরীক্ষা করে সারের মাত্রা নির্ণয় করতে হবে। তারপর সার সুপারিশ মালার ভিত্তিতে সার প্রয়োগ করতে হবে।

ইবনে সালেহ মো: ফরহাদ
বৈজ্ঞানিক কর্মকর্তা
মৃত্তিকা বিজ্ঞান বিভাগ
বিএআরআই, গাজীপুর