Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : আলু কেটে রেখে জমিতে লাগানো
বিস্তারিত :আমাদের এখানে সবাই পুরো আলুর বীজ জমিতে লাগানোর পর ও আলু পচে যাচ্ছে।আমি আলু আজকে কেটে রেখেছি।এখন আমার আলু যাতে জমিতে লাগানোর পর না পচে সেই বিসয়ে কিছু পরামর্শ চাচ্ছি।ধন্যবাদ

উত্তর/মতামত

কাটা আলু কমপক্ষে ঠান্ডা ও মুক্ত বায়ু চলাচল স্থানে ছড়িয়ে রাখতে হবে। প্রোভেক্স অথবা ভিটাবেক্স দ্বারা আলু বীজ শোধন করে লাগালে পঁচে যাওয়ার সম্ভবনা কমে যাবে।

ড. বিমল চন্দ্র কুন্ডু
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা
কন্দাল ফসল গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর