Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : আলু
বিস্তারিত : আমার উপজেলা :হালুয়াঘাট, জেলা: ময়মনসিংহ আমি উন্নত জাতের আলু রোপণ করতে চাই। উন্নত জাতের আলু কোথায় পাওয়া যাবে? যেমন বারি আলু ৭৪,৭৮,৭৯ ,৪৭,৪৮,৪৯,৫০ এর যে কোন একটা।

উত্তর/মতামত

এ ব্যাপারে আপনার নিকটবর্তী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে গিয়ে সরাসরি আলাপ করে জেনে নিতে হবে অথবা বিএডিসির অফিস থাকলে সেখানে গিয়ে আপনার চাহিদার কথা উপস্থাপন করতে পারেন। এছাড়াও পরিচালক, কন্দাল ফসল গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, জয়দেবপুর, গাজীপুর বরাবর সেপ্টেম্বর-অক্টোবর মাসের দিকে প্রয়োজন অনুযায়ী বীজ আলুর প্রাপ্তির জন্য আবেদন করতে হবে।

ড. বিমল চন্দ্র কুন্ডু
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা
কন্দাল ফসল গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর