Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : সরিষা ক্ষেতের ইদুর দমন
বিস্তারিত :সরিষা ক্ষেতের ইদুর মাটি খড়ে যা সরিষা ক্ষেত নষ্ট করে দিচ্ছে, এখন আমি কি করবো

উত্তর/মতামত

আপনার সরিসা ক্ষেতে ইঁদুরের উপদ্রব শুরু হয়েছে। অতিসত্তর দমন ব্যবস্থা নিতে হবে। প্রথমে আপনার জমিতে ইঁদুরের ফাঁদ ব্যবহার করতে হবে। যেমন খাঁচা ফাঁদ অথবা কেঁচিকল ফাঁদ ব্যবহার করতে পারেন। টোপ হিসাবে নারিকেল, সুটকিমাছ, পাউরুটি ব্যবহার করতে পারেন। তবু ও যদি ইঁদুরের গর্ত ও উপদ্রব থাকে তখন বিষটোপ ব্যবহার করতে হবে। বাজারে জিংক ফসফাইড গম মিশ্রিত বিষটোপ বিভিন্ন নামে পাওয়া যায়। চার পাঁচ গ্রাম বিষটোপ কাগজের পুটলি করে মুড়িয়ে সতেজ গর্তের ছয় ইঞ্চি ভিতর দিয়ে গর্তের সকল মুখ ভাল করে বন্ধ দিতে হবে যাতে বিষটোপ মিশ্রিত কাগজের পুটলি মাটি দিয়ে ঢেকে না যায়। তাহলে আশা করি অপনার সরিসা ক্ষেতে ইঁদুরের উপদ্রব ও ক্ষতি অনেক কমে যাবে।

ড. মো. শাহ আলম
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা
অনিষ্টকারী মেরুদন্ডী প্রানী বিভাগ
বিএআরআই, গাজীপুর