Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : পালংশাক ও ধনিয়া পাতা এর বালাই দমন ও চাষের উপযুক্ত করণীয়।
বিস্তারিত :শখের বসে বারান্দায় পালং, ধনিয়া পাতা ও টমেটো বীজ থেকে চারা করায় অগ্রসর হই। এরি মধ্যে, পালং ও ধনিয়া বীজ যথাক্রমে ৮ ও ৫ লিঃ পাএে রোপন করি। কিন্তু, ৫দিনের মাথায় পালং এর চারা গুলো অঙ্কুরেই একদিকে ঢলে পরা শুরু করে ১০দিনে পুরাটা মাটিতে পরে গেলো। একি অবস্হা ধনিয়ার। মাটি বানিয়েছিলাম - সমান ভাগে - দোয়াশ/কোকো পিট/ভর্মিকম্পোজট আর সামান্য পরিমান নীম খৈল, বোন ডাস্ট। পরামর্শ চাইঃ ১। আমার করণিয় গুলোয় ভূল কি ছিলো, ২। মাটি প্রস্তুতির সঠিক নিয়ম ( বেলকনি বাগান, ২২'×৭', ৪ঘন্টার মতো রোদ থাকে), ৩। মাটি ও বীজের সোধন প্রক্রিয়া, ৪। রোপনের পরে চারা, চারা ৬সেমিঃ পর্যন্ত ও পরবর্তীতে ১২লিঃ পারে স্থানান্তর প্রক্রিয়া ও পরিচর্যা, ৫। রোগবালাই করণীয়, বিশেষ করে, ছএাক নিয়ন্ত্রণ। ধন্যবাদ।

উত্তর/মতামত

সুবিধাজনক সময় আমাকে একটি মেসেজ দিয়ে তারপর ফোন করুন, যদি বাস্ততার জন্য ফোন না ধরতে পারি পরে আমি ফোন ব্যাক করব, তবে আপনি মেসেজ দিবেন। ০১৭৫৪১১২০৫০