Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : আলুর গাছের মোরক
বিস্তারিত :আমার আলু রোপনের বয়স ২৪ দিন হলো গাছ উটেছে, ২টি সেচ দেওয়া হয়েছে কিন্তু গতকাল থেকে দেখছি ২/১ টা গাছ মরে যাচ্ছে আজ আবার দেখলাম গাছের মরার পরিমান বেশি। আমি খুব টেনশন করতেছি যদি একটু সমাধান পাইতাম।

উত্তর/মতামত

সম্ভবত ব্যাকটেরিয়াল উইল্ট রোগের কারণে গাছ মারা যাচ্ছে। বর্তমানের সেচ বন্ধ রাখতে হবে। নিকটবর্তী কৃষি বিভাগের যোগাযোগ করে রোগ সঠিকভাবে সনাক্ত করতে হবে। বাজারে প্রাপ্ত ব্যাকটেরিওসাইট নির্দিষ্ট মাত্রায় গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে। তবে ছবি প্রেরণ করলে সঠিকভাবে রোগ সনাক্ত সহ পরামর্শ প্রদান করা সম্ভব হতো।

ড. বিমল চন্দ্র কুন্ডু
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা
কন্দাল ফসল গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর