Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : তরল সার প্রয়োগ।
বিস্তারিত :১/কতো লিটার পানি কোন কোন সার কি পরিমাণে মিশাতে হবে? ২/ কতো দিন পরপর তরল সার প্রয়োগ করতে হয় এবং কীভাব? ৩/ মাটির পুষ্টি গুনাগন সঠিক রাখতে কি করণীয়?

উত্তর/মতামত

আপনার ১ এবং ২ নং প্রশ্ন স্পষ্ট নয় বিধায় উত্তর প্রদান করা সম্ভবপর হয়নি। মাটির পুষ্টি গুনাগুন ঠিক রাখতে মাটিতে জৈব সার প্রয়োগ করতে হবে, সুষম সার প্রয়োগ করতে হবে, সবুজ সার প্রয়োগ করতে হবে, ফসলের অবশিষ্টাংশ মাটিতে মিশিয়ে দিতে হবে।