Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : পরামর্শ
বিস্তারিত :আমি বেগুনের চারা রোপন করছি যার বয়স ২৫ দিন, এখন কি কীটনাশক সার জমিতে প্রয়োগ করতে হবে এবং কোন কিছু কি স্প্রে দিতে হবে

উত্তর/মতামত

পাতার হপার পোকা/ সাদা মাছি পোকা/ জাসিদ পোকা দমনের জন্য -হলুদ ফাঁদ ব্যবহার করা এবং সাকসেস ২.৫ এস সি (স্পিনোস্যাড), পেগাসাস, কনফিডর (ইমিডাক্লোরোপ্রিড) ১ মিলি/ লিটার মিশিয়ে আক্রামত্ম পাতায় স্প্রে করা। তুলশি পাতা রোগ দেখা দিলে- মাকড়নাশক ভার্টিমেক ১.৮ ইসি বা এমবুশ ১.৮ ইসি @ ২ মিলি/ লিটার স্প্রে করুন তার ৩ দিন পর পেগাসাস বা কনফিডর ১ মিলি/লি হারে স্প্রে করুন। এ ভাবে ৫-৬ বার স্প্রে করুন। লাল মাকড়/ মাইটঃ মাকড়নাশক ভার্টিমেক ১.৮ ইসি বা এমবুশ ১.৮ ইসি @ ২ মিলি/ লিটার মিশিয়ে পাতায় স্প্রে করা।

ড. একেএম কামরুজ্জামান
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা(সবজি)
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর