Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : শীতকালে শশা এবং করলা বীজ গজানো পদ্ধতি
বিস্তারিত :আমি এবং কয়েকজন কৃষক শশা এবং করলার বীজ গাজাতে পারছি না। কৃষকদের দাবি অতিরিক্ত শীতের কারনে বীজ গজানো সম্ভব হচ্ছে না। তাই বর্তমান পরিস্থিতে বীজ গজানোর পদ্ধতি জানালে উপকৃত হবো। উল্লেখ্য যে বর্তমানে আমাদের এখানের তাপমাত্রা ১৭° সেলসিয়াস। ভালো থাকবেন।

উত্তর/মতামত

অতিরিক্ত শিতে বীজ গজাতে অসুবিধা হয়। তাই বীজ বুনে খড় বা পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে, তাপমাত্রা বাড়ানোর জন্য।

ড. একেএম কামরুজ্জামান
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা(সবজি)
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর