Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : বারি ১১ জাতের আম চারা সংগ্রহ করতে চেয়ে আবেদন
বিস্তারিত :আমি একজন শিক্ষার্থী, আমি বারি 11 জাতের আম চারাটি পরীক্ষামুলকভাবে চাষ করে দেখতে চাই সারাটি কিরকম ফলন দেয় । তাই আমি বারি 11 জাতের আম চারা টি সংগ্রহ করার জন্য ভাবছিলাম, যেহেতু চারাটি নতুন জাতের, অরিজিনাল সারাটি পাওয়া যাবে কিনা তা চিন্তা করছিলাম তাই আমি ভাবলাম যে সরকারিভাবে চারাটি সংগ্রহ করলে সবচেয়ে ভালো হবে। তাই @বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে আমি বারি 11জাতের আম চারটি সংগ্রহ করতে চাই। এর জন্য কাদের সাথে পরামর্শ করতে হবে তা যদি আমাকে জানিয়ে দেওয়া হয় তাহলে আমার খুব উপকার হবো। এবং কিভাবে কি করতে হবে তা বিস্তারিত আমি আমাকে জানিয়ে দিলে আমি খুবই উপকৃত হব ধন্যবাদ

উত্তর/মতামত

আপনি কোন জেলায় বসবাস করেন তা জানালে সুবিধা হতো। আপনার নিকটস্থ আঞ্চলিক কৃষি / উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র সমূহে যোগাযোগ করতে পারেন। এছাড়াও, ফল বিভাগ, উগকে, বিএআরআই, গাজীপুর থেকে সরাসরি বাারি আম-১১ এর চারা-কলম সংগ্রহ করতে পারেন।

আসমা আনোয়ারী
বৈজ্ঞানিক কর্মকর্তা
উদ্যানতত্ত্ব গবেষণা