Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : গোলাপের কাটিং ছাড়া তৈরি
বিস্তারিত :বিদাশি জাতের গোলাপের কাটা ডাল থেকে ছারা করব কী ভাবে

উত্তর/মতামত

ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। বিদেশি গোলাপের কাটিং সরাসরি করা কঠিন। আমাদের দেশের মাটিতে খাপ খায় না। দেশি জাতের লতানো গোলাপের ডাল (স্টক) কেটে পলি ব্যাগে স্থাপন করে তার সাথে টি-বাডিং এর মাধ্যমে বিদেশি গোলাপের সায়ন লাগিয়ে চারা তৈরি করা যায়।