Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : শসা গাছ
বিস্তারিত :শসা গাছ হলুদ হয়ে যাচ্ছে আর গাছে ছোট ছোট পোকা

উত্তর/মতামত

মাটিতে পানি থাকলে তা অপসারন করুন , যথেষ্ট জৈব সার প্রয়োগ করুন , রোগ এর লক্ষন মনে হলে Nowien/ Autostin @ 1ml/liter ছত্রাক নাশক স্প্রে করুন যদি ভাইরাস রোগ হয়েছে বলে মনে করেন তাহলে- বাহক পোকা দমনের জন্য পেগাসাস বা কনফিডর ১ মিলি/লি হারে স্প্রে করুন।

ড. একেএম কামরুজ্জামান
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা(সবজি)
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর