Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : কমলা গাছের কলম
বিস্তারিত :কোন মাসে কমলার কলম করা যাবে। গুটি কলমের মাধ্যমে কমলার কলম করা যাবে কিনা?

উত্তর/মতামত

কমলার বংশ বিস্তার বীজ এবং অঙ্গজ দুই ভাবেই কমলার বংশ বিস্তার হয়। অঙ্গজ উপায়ে জোড় কলম (ভিনিয়ার ও ক্লেফট গ্রাফটিং) ও কুঁড়ি সংযোজন (টি-বাডিং) পদ্ধতি ব্যবহার করা হয়। জোড় কলম ঃ গ্রাফটিং এর জন্য প্রথমে রুটস্টক (আদিজোড়) উৎপাদন করতে হবে। রুটস্টক হিসেবে বাতাবিলেবু, রাফলেমন, কাটা জামির, রংপুর লাইম প্রভৃতি ব্যবহার করা হয়। অতঃপর কাঙ্খিত মাতৃগাছ হতে সায়ন (উপজোড়) সংগ্রহ করে রুটস্টকের উপর স্থাপন করে কমলার গ্রাফটিং করা হয়। রুটস্টক হিসেবে ১.০ হতে ১.৫ বছর বয়সের সুস্থ্য, সবল ও সোজাভাবে বৃদ্ধি প্রাপ্ত চারা নির্বাচন করতে হবে। নির্বাচিত মাতৃগাছ হতে সায়ন তৈরির জন্য দুটি চোখসহ ৫-৬ সে.মি. ল¤¦া ও ৮-৯ মাস বয়সের ডাল সংগ্রহ করতে হবে। ফান্ডুন (ফেব্রুয়ারি-মার্চ) ও জ্যৈষ্ঠ (মে-জুন) মাস কলম করার সবচেয়ে উপযুক্ত সময়। সাধারণত কলম করার ১০-১৫ দিনের মধ্যে রুট স্টক ও সায়নের মধ্যে সংযোগ স্থাপিত হয় এবং সায়নের চোখ ফুটে কুশি বের হয়। কলম হতে একাধিক ডাল বের হলে সুস্থ্য সবল ও সোজাভাবে বেড়ে উঠা ডালটি রেখে বাকিগুলো কেটে ফেলতে হবে। ড. বাবুল চন্দ্র সরকার সিএসও ফল বিভাগ, এইচআরসি, বিএআরআই, গাজীপুর। মোবা: ০১৭১৬০০৯৩১৯