Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : শসা গাছের পাতা হলুদ ও খর্বাকৃতির ছোট হয়ে গাছ মারা যাচ্ছে।
বিস্তারিত :আমার শাসা গাছে পাতা কুকরিয়ে ও হলুদ হয়ে গাছ মারা যাচ্ছে। গাছের পাতার নিচে সাদা মাছি ও থ্রিপস পোকা ছিলো। আমি এয়ার্ড, ও পেগাসাস ব্যবহার করছি। কিন্তু এখন গাছ হলুদ হয়ে মারা যাচ্ছে।

উত্তর/মতামত

ভাইরাস রোগ হয়েছে। তাই পাতা কুকরিয়ে ও হলুদ হয়ে গাছ মারা যাচ্ছে। ভাইরাস রোগ দমনের কোন ঔশদ নাই। তাই ভাইরাস রোগ এর বাহক পোকা দমন করলে কিছুটা উপকার পাওয়া যায়। তাই পেগাসাস বা কনফিডর ১ মিলি/লি হারে স্প্রে করুন।