Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : বেগুন গাছের তুলসি লাগার প্রতিকার জানতে চাই।
বিস্তারিত :বেগুন গাছের তুলসি লাগার প্রতিকার জানতে চাই।

উত্তর/মতামত

মাকড়নাশক ভার্টিমেক ১.৮ ইসি বা এমবুশ ১.৮ ইসি @ ২ মিলি/ লিটার স্প্রে করুন। আক্রমণের শুরুতে সাকসেস ২.৫ এস সি (Spinosad) প্রতি লিটার পানিতে ১.২ মিলি মিশিয়ে পাতায় স্প্রে করতে হবে অথবা ইনটিপ্রিড ১০ এস সি (Chlorfenapyr) @ ১মিলি/ লিটার পানিতে মিশিয়ে পাতায় স্প্রে করা।