Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : চিনিগুড়া চাল উৎপাদন
বিস্তারিত :উচ্চফলনশীল দেশি জাতের চিনিগুড়া চালের ধান উৎপাদনের জন্য উপযোগী জমির ধরন ও বৈশিষ্ট্য কি কি এবং বাংলাদেশের কোন এলাকায় এই ধরনের বৈশিষ্ট্যসম্পন্ন জমি বেশি পাওয়া যায়, জমি প্রস্তুত করন প্রক্রিয়া, সহজে বীজ প্রাপ্যতা এবং বীজ বপন থেকে শুরু করে ফসল মাড়াই পর্যন্ত পরিচর্যা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে চাই।

উত্তর/মতামত

ধান সংক্রান্ত সকল তথ্যের জন্য বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর-এ যোগাযোগ করুন অথবা www.brri.gov.bd এই ঠিকানায় ভিজিট করুন।

এএসআইসিটি বিভাগ
বিএআরআই, গাজীপুর