Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : সরকার সহ সচেতন মহল কতটুকু সজাগ।
বিস্তারিত :খাদ্য নিরাপত্তায় কৃষি খাতের ভুমিকা যেমন অনস্বীকার্য। কৃষক বাঁচাও দেশ বাঁচাও.আবার উটবে ধান.কৃষকের হাসিতে প্রাণ। এই স্লোগান কতটুকু বাস্তবতার রুপ পায়। একজন ভুক্তভোগী কৃষকেই বুঝতে পারেন? চাষাবাদ থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা সহ ফসল ঘরে তুলা পর্যন্ত মোট খরচ প্রায় ফসলের সমান সমান। তাহলে একজন কৃষক তার পরিবারের দৈনন্দিন চাহিদা কিভাবে মিট করবে। সে ব্যাপারে কি বাংলাদেশ সরকার সহ সচেতন মহল সজাগ। এই ব্যাপারে আপনাদের কি ভুমিকা রয়েছে।

উত্তর/মতামত

খাদ্য নিরাপত্তায় ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য -সবজি বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) বিভিন্ন উন্নতমানের সবজির জাত উতভাবন করেছে, যা সারা বছর চাষ করা যায়। দক্ষিণাঞ্চলে লবণাক্ত জমিতে চাষ করা যায়। শীত কালীন সবি গ্রীষ্মকালে চাষ করা যায়।