Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : বারি ১১ জাতের আম চারা সংগ্রহ করতে চেয়ে আবেদন
বিস্তারিত :আমি একজন শিক্ষার্থী, আমি বারি 11 জাতের আম চারাটি পরীক্ষামুলকভাবে চাষ করে দেখতে চাই চারা টি কিরকম ফলন দেয় । তাই আমি বারি 11 জাতের আম চারা টি সংগ্রহ করার জন্য ভাবছিলাম, যেহেতু চারাটি নতুন জাতের, অরিজিনাল চারা পাওয়া যাবে কিনা তা চিন্তা করছিলাম তাই আমি ভাবলাম যে সরকারিভাবে চারাটি সংগ্রহ করলে সবচেয়ে ভালো হবে। আমার বাড়ি জেলা ঃ ভোলা ,থানা ঃ বোরহানউদ্দিন । আমি যদি আমার কোন নিকটস্থ আঞ্চলিক কৃষি থেকে বারি 11জাতের আম চারটি সংগ্রহ করতে পারি তাহলে আমার খুব উপকার হবে । এ জন্য কাদের সাথে যোগাযোগ করতে হবে ,অথবা তাদের সাথে যোগাযোগ করার মাধ্যম তা যদি আমাকে জানিয়ে দেওয়া হয় তাহলে আমার খুব উপকার হবে । আমার নিকটস্থ আঞ্চলিক অফিস কোথায় আমি জানি না ,তাদের ঠিকানা দিলেও হবে

উত্তর/মতামত

বারি আম-১১ জাতের চারা সংগ্রহ করতে বিএআরআই এর অধিনস্ত সরেজমিন গবেষণা কেন্দ্র, ভোলা এ যোগাযোগ করে দেখতে পারেন। ড. বাবুল চন্দ্র সরকার সিএসও, ফল বিভাগ, এইচআরসি, বিএআরআই, গাজীপুর। মোবা: ০১৭১৬০০৯৩১৯