Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : আম গাছের আগা মরে যাচ্চে ও গাছ বড় হচ্চেনা
বিস্তারিত :আম গাছের কচি পাতা শুকিয়ে যাচ্ছে

উত্তর/মতামত

আমের আগা-মরা /ডাইব্যাক : এ রোগের আক্রমণে আম গাছের কচি ডাল আগা থেকে শুকিয়ে মরে যেতে থাকে, গাছের আম ঝরে পড়ে। প্রতিকার: আক্রান্ত ডগা কিছু সুস্থ অংশসহ কেটে পুড়িয়ে ফেলতে হবে। কাটা স্থানে তুলির মাধ্যমে বোর্দো পেষ্ট ( ১০%= ১০০ গ্রাম তুঁত, ১০০ গ্রাম চুন ও ১ লি. পানি ) বা কপার জাতীয় ছত্রাকনাশক এর প্রলেপ দিতে হবে। বর্দো মিশ্রন ( ১%) অথবা ইন্ডোফিল-এম ৪৫ ২ গ্রাম/লিঃ হারে মিশিয়ে ১৫ দিন অন্তর ২ বার েপ্র করতে হবে।